দিন ও রাতের সন্ধিক্ষণে যে দোয়া পড়বেন

ইসলামিক শিক্ষা April 7, 2017 1,464
দিন ও রাতের সন্ধিক্ষণে যে দোয়া পড়বেন

দিনের সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন মাগরিবের নামাজের জন্য আজান দেয়। এ সময় রাতের আগমন ঘটতে থাকে। এ সময়টি হলো দিন ও রাতের সন্ধিক্ষণ। মানুষ নানা কারণে এ সময়টিতে খুব বেশি ব্যস্ত থাকে।


দিনের শেষ ভাগে এবং রাতের আগমন মানুষের জন্য যেন কল্যাণকর হয়; সে জন্য প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে আল্লাহ তাআলার নিকট দোয়া-প্রার্থনা করতে নির্দেশ দিয়েছেন। বিশ্বনবির নির্দেশিত দোয়াটি তুলে ধরা হলো-


উচ্চারণ : ‘আল্লাহুম্মা হাজা ইক্ববালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি।’ (আবু দাউদ)


অর্থ : হে আল্লাহ! এটা আপনার রাতের আগমন এবং আপনার দিনের প্রান্তসীমা এবং আপনার দাওয়াতের (মাগরিবের নামাজের আজানের) ধ্বনি (এর সময়)। অতএব আপনি আমাকে/আমাদেরকে এ সময় ক্ষমা করে দিন।


যেহেতু মানুষ এ সময়টিতে ব্যস্ত থাকে, সেহেতু দিন ও রাত্রির সন্ধিক্ষণের এ সময়টিতে দুনিয়ার সব ব্যস্ততার মাঝে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে তিনি বান্দার সব আবেদন কবুল করে থাকেন।


এ কারণেই দিন-রাতের সন্ধিক্ষণে আল্লাহর নিকট দোয়া করা অনেক উপকারি। সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত সময়ে দোয়ার মাধ্যমে তাঁর সাহায্য লাভ করার তাওফিক দান করুন। আমিন।


সূত্রঃ জাগো নিউজ