

▶ধাঁধা :
১. ‘আমার মার ফেলে
আমের ফেল আ,
রাখালের খাল ফেলে
লবণ দিয়ে খা।’
২. ‘একটা মাথা তিনটা পা,
চললে বলি আগে আগে।
থামলে বলি হায় হায়,
প্রাণটা বুঝি রাখা দায়।’
৩. ‘উপর থেকে পড়ল ছুরি,
ছুরি বলে কেবল ঘুরি।’
৪. ‘উড়লেও পাখি নয়
বলো দেখি কারে কয়?’
▶উত্তর :
১. আমড়া
২. সিলিং ফ্যান
৩. বাঁশপাতা
৪. চামচিকা








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment