হলুদ রঙের পোশাক পুরুষের জন্য কি নিষিদ্ধ?

ইসলামিক শিক্ষা April 6, 2017 1,700
হলুদ রঙের পোশাক পুরুষের জন্য কি নিষিদ্ধ?

প্রশ্ন : নারী-পুরুষের জন্য কোন রঙের পোশাক পরা নিষিদ্ধ? এক জায়গায় পড়েছি, পুরুষের জন্য হলুদ রঙের পোশাক পরা জায়েজ এবং আরেকটি হাদিসে পড়লাম, আল্লাহর রাসূল (সা.) হলুদ রঙের পোশাক পরতে নিষেধ করেছেন। আসলে সঠিক কোনটি?


উত্তর : হলুদ রঙের যে পোশাকগুলো আছে, রাসূল (সা.) সেগুলো পুরুষদের পরতে নিষেধ করেছেন। সুতরাং সেটি না পরাটাই হচ্ছে পুরুষদের জন্য বিধান।


তবে নারীর পোশাকের জন্য রাসূল (সা.) সুনির্দিষ্ট কোনো রং নিষেধ করেননি। নারীরা তাঁদের সুবিধামতো যেকোনো রঙের পোশাক পরতে পারবেন। এটি তাঁদের জন্য জায়েজ রয়েছে।


যেকোনো রঙের পোশাক তাঁদের জন্য জায়েজ রয়েছে, যেকোনো রঙের পোশাক তাঁরা পরতে পারেন।