

ছেলে, “বাবা ‘ভায়রাভাই’ মানে কী?”
বাবা, “যখন দুইজন বা তার চেয়ে বেশী ভালো মানুষ একই কোম্পানির মাল ব্যবহার করে ঠকে যায়, তাদেরকে ভায়রাভাই বলে! যেমন আমি ও তোর মেসোমশাই!”








পাঠকের মন্তব্য (1)
- Md Ashraful Makhlukathতোমায় আকাশ দিলাম, বাতাস দিলাম মেঘকে দিলাম ডানা! উড়ে বেড়াও যেথা খুশি কে করিলো মানা? উড়ো উড়ো মেঘপাখি, যাও যেথা খুশি, আমি পাঁজর জুড়ে তোমার জন্য অচিনপাখি পুষি। এসো, বোসো, আমার উঠানে, বুক ভরে নাও শ্বাস, শীতলপাটি বিছিয়ে দেবো তালপাখার বাতাস। তোমার এক হাতে দেবো টুকটুকে লাল বেলুন, আর অন্য হাতে সুঁচালো আলপিন খেলো তুমি যেমন ইচ্ছে, তোমার খেয়াল খুশি, আমি আমার রাজ্যে তোমার জন্য হাজার বেলুন পুষি।।Write a comment..
Please login To write comment