বাণী-বচন : ০৩ এপ্রিল ২০১৭

স্মরণীয় উক্তি April 3, 2017 1,029
বাণী-বচন : ০৩ এপ্রিল ২০১৭

হ্যাঁ` এবং `না` কথা দুটো সবচে` পুরনো এবং সবচে` ছোট । কিন্তু এ কথা দু`টো বলতেই সবচে` বেশি ভাবতে হয়। -পীথাগোরাস


অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে। -হজরত আলী (রাঃ)


যাহা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জান, তার তুলনায় কম কথা বলা উচিত। -উইলিয়াম সেক্সপিয়ার


▶বচন

তাল বাড়ে ঝোঁপে,

খেজুর বাড়ে কোপে।