ঠাণ্ডা সমস্যায় কার্যকর রসুন-মধু!

সাস্থ্যকথা/হেলথ-টিপস April 1, 2017 750
ঠাণ্ডা সমস্যায় কার্যকর রসুন-মধু!

রসুন ও মধুর মিশ্রণ বিভিন্ন ধরনের সংক্রমণ, ঠান্ডা, জ্বর, কফ ইত্যাদি সারাতে বেশ ভালো কাজ করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কেবল সাতদিন রসুন ও মধুর মিশ্রণ খেলে বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে অনেকটাই রক্ষা করা যায়। ঠাণ্ডা সমস্যারও একটি কার্যকর সমাধান এ রসুন-মধু।


যা যা লাগবে

একটি মাঝারি আকৃতির বয়াম

মধু

তিন থেকে চারটি রসুন। (খোসা ছাড়ান। কোয়াগুলো বের করুন।


যেভাবে বানাবেন

১. প্রথমে বয়ামের মধ্যে রসুনের কোয়াগুলো নিন। এরপর এর মধ্যে মধু ঢালুন। বয়ামের মুখ বন্ধ করে মিশ্রণটি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করুন।


২. প্রতিদিন খালিপেটে মিশ্রণটি আধা চা চামচ করে খান। ঠাণ্ডাজনিত সংক্রমণ প্রতিরোধের জন্য দিনে ছয়বার আধা চা চামচ করে এটি খেতে পারেন। এটি সংক্রমণ দূর করতে কাজ করবে।