জেনে নিন ক্ষতিকারক মানুষদের কিছু লক্ষণ!

লাইফ স্টাইল April 1, 2017 901
জেনে নিন ক্ষতিকারক মানুষদের কিছু লক্ষণ!

মানুষ চিনতে ভুল করায় ঠকার অভিজ্ঞতা আমাদের সকলের জীবনেই রয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই তা হয়ে থাকে নিজেদের কিছু ভুল, দেখেও না দেখা কিছু কারণের জন্য। বেশ কিছু লক্ষণ দেখে চিনে নেওয়া যায় ক্ষতিকারক, বিষাক্ত মানুষদের।


জেনে নিন এমনই কিছু লক্ষণ যা দেখে সহজেই চিনে নিতে পারবেন তাদের।


# এরা এতই স্বার্থপর হন যে সব সময় নিজেদের নিয়ে ভাবেন। অন্যদের কথা শুনতে বা অন্যদের নিয়ে ভাবতে এরা বেশি আগ্রহী নন।


# এরা কখনই নিজেদের ভুল স্বীকার করেন না। এরা শুধুই নিজেদের গুরুত্ব দেন। তর্ক করেন।


# এদের জীবনে সব সময়ই কোনও না কোনও নাটক চলতে থাকে।


# ছোটখাট মিথ্যা কথা আমরা সকলেই বলে থাকি। কেউ যদি কারণে অকারণে নিজের সুবিধার্থে প্রায়ই মিথ্যা বলে থাকেন তা হলে সাবধান থাকুন।


# এরা সব সময় নিজেদের ভুল বা না পারার জন্য অন্যদের দায়ী করেন।


# এরা প্রায় কখনই কারও সম্পর্কে ভাল কথা বলেন না। সব সমালোচনা ক্ষতিকারক নয়, কিন্তু এরা ক্ষতিকারক সমালোচনা, এমনকী ক্ষতি পর্যন্ত করতে পারেন।


# আমাদের সকলের সঙ্গেই খারাপ কিছু ঘটে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা ভুলে গিয়ে এগিয়ে যাই। কিন্তু বিষাক্ত মানুষরা কিছুই ভোলেন না বা ভুলতে চান না। কোনও না কোনও ভাবে এরা প্রতিশোধ নেবেনই।


# সাধারণত এরা অনেক কথাই ঘুরিয়ে বলেন। বিভিন্ন ভাবে কথা বলে অন্যদের ও পরিস্থিতি নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেন। যতক্ষণ না তাতে নিজেদের সুবিধা হচ্ছে বা সত্যিটা সকলের সামনে আসছে।