হিন্দুধর্ম থেকে মুসলমান হলে অমুসলিম বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং তাদের ঘরে খাওয়ার বিধান কী?

ইসলামিক শিক্ষা March 31, 2017 1,326
হিন্দুধর্ম থেকে মুসলমান হলে অমুসলিম বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং তাদের ঘরে খাওয়ার বিধান কী?

প্রশ্ন : হিন্দুধর্ম থেকে মুসলমান হলে অমুসলিম বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং তাদের ঘরে খাওয়ার বিধান কী?


উত্তর : হিন্দুধর্ম থেকে মুসলমান হলে তার অমুসলিম বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবে, তবে আল্লাহর নাফরমানি হয় এমন বিষয়ে তাদের অনুগত হওয়া যাবে না।


পরিচ্ছন্ন-পবিত্র পাত্রে হালাল খাবার রান্না হওয়ার ব্যাপারে নিশ্চিত হলে ওই খাবার গ্রহণ করা যায়। ইসলামী শরিয়ত মতে হারাম বা নাপাক এমন খাবার কিছুতেই খাওয়া যাবে না।


জায়েজ নেই। তবে বিধর্মীদের বাড়িতে হালাল খাবার খাওয়া জায়েজ থাকলেও একান্ত প্রয়োজনেই তা গ্রহণ করার অনুমতি আছে।


[সূরা বনি ইসরাইল, আয়াত : ২২; ফাতাওয়া মাহমুদিয়া, খণ্ড : ৮, পৃষ্ঠা : ২৬২; হিন্দিয়া, খণ্ড : ৫, পৃষ্ঠা : ৩৪৭] হ


সূত্রঃ দৈনিক যুগান্তর