কাপড় থেকে চুইংগাম দূর করবেন যেভাবে

টুকিটাকি টিপস March 15, 2017 838
কাপড় থেকে চুইংগাম দূর করবেন যেভাবে

দিনশেষে বাসায় ফিরে দেখলেন শখের পোশাকে লেগে আছে চুইংগাম! মেজাজ বিগড়ে যাওয়াটাই স্বাভাবিক। কারণ চুইংগাম উঠিয়ে ফেলা যথেষ্ট কষ্টসাধ্য কাজ। এমনকি নষ্ট হয়ে যেতে পারে প্রিয় পোশাকটিও। তবে চিন্তার কারণ নেই। কয়েকটি উপায় জানা থাকলে পোশাক অক্ষত রেখেই দূর করতে পারবেন চুইংগাম।


• জেনে নিন কাপড় থেকে চটজলদি চুইংগাম দূর করার কয়েকটি উপায়. . .


- চুইংগাম লাগা কাপড় ভাঁজ করুন। এমনভাবে ভাঁজ করবেন যেন চুইংগামের ও অংশ ওপরের দিকে থাকে। এবার একটি পাতলা প্লাস্টিকের ব্যাগে কাপড় ভরে ফ্রিজে রেখে দিন। এক ঘণ্টা পর বের করে দেখুন চুইংগাম শক্ত হয়ে গেছে। ধারালো কিছু দিয়ে সাবধানে উঠিয়ে ফেলুন সেটি।


- চুইংগাম লেগে যাওয়া অংশ গরম পানিতে ডুবিয়ে রাখুন। এক মিনিট পর ছুরি দিয়ে উঠিয়ে ফেলুন চুইংগাম।


- কেটলি অথবা ফুটন্ত পানির পাত্রের উপর কাপড়ের চুইংগাম লেগে যাওয়া অংশ ধরে রাখুন। কিছুক্ষণ পর চুইংগাম নরম হয়ে আসলে সাবধানে তুলে ফেলুন।


- গরম ভিনেগারে কাপড় ডুবিয়ে রাখুন। কয়েক মিনিট পর টুথব্রাশ দিয়ে উঠিয়ে ফেলুন চুইংগাম।


- আয়রনের মাধ্যমেও কাপড়ের চুইংগাম উঠাতে পারেন। এজন্য আয়রন বোর্ডের উপর কার্ডবোর্ড রাখুন। তারপর চুইংগামের অংশ নিচের দিকে দিয়ে কাপড় বিছিয়ে দিন। মাঝারি হিটে কয়েকবার আয়রন করুন কাপড়। কিছুক্ষণ পর কাপড় উঠিয়ে ফেলুন। চুইংগাম কার্ডবোর্ডের সঙ্গে লেগে যাবে।


- কাপড়ে লেগে থাকা চুইংগামে পিনাট বাটার লাগান। পিনাট বাটারে থাকা তেল চুইংগাম ওঠাতে সাহায্য করবেন। এক মিনিট পর ধারালো কিছু দিয়ে বাটার ও চুইংগাম উঠিয়ে ভালো করে ধুয়ে নিন কাপড়।


- চুইংগামের উপর হেয়ার স্প্রে ছিটিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলুন।