

শারীরিক সম্পর্ক করার সময় মাথায়-মনে অনেক কিছুই ঘুরতে পারে। তাই বলে সাবেকের স্মৃতি মাথায় ঘুরপাক? এটা মেনে নিতে হয়তো অনেকেরই সমস্যা হবে। কিন্তু সমীক্ষা বলছে এমনটাই নাকি হয়। আর মেয়েদের ক্ষেত্রে এমনটা নাকি প্রায়ই হয়।
সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, শারীরিক সম্পর্ক করার সময় ৬০ শতাংশ মেয়েই তার সাবেক প্রেমিকের কথা মনে করেন। সে তুলনায় মাত্র ৪৮ শতাংশ ছেলে যৌন সম্পর্ক করার সময় মনে করেন তার সাবেক প্রেমিকাকে। অর্থাৎ আপনি হয়তো আপনার প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন। এদিকে তার মাথায় তখন অন্য কেউ ঘুরছে।
পাশাপাশি সমীক্ষায় উঠে এসেছে আরও একটি তথ্য। প্রতি ৫১ মিনিটে একবার করে যৌনতা নিয়ে ভাবেন মেয়েরা। ছেলেদের ক্ষেত্রে তা অবশ্য প্রতি ২৮ মিনিটে একবার। তবে যৌনতা নিয়ে ভাবার পরেই ছেলেদের মধ্যে মাথাচাড়া দেয় ঘুম ও খাওয়ার চিন্তা।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment