

বল্টু বইয়ের দোকানে গেছে বই কিনতে...
বিক্রেতা : স্যার, এ বইটা নিয়ে যান। এটা একটা ভয়ের বই। এতে কালো জাদু সম্পর্কে লেখা আছে!
বল্টু : দাম কত?
বিক্রেতা : তিন হাজার টাকা।
বল্টু : এইটুকু পাতলা বইয়ের এত দাম!
বিক্রেতা : জ্বি, স্যার! এ বইতেও কালো জাদুর প্রভাব আছে। ভুলেও এ বইয়ের শেষ পৃষ্ঠাটা খুলবেন না! খুললেই আপনি জ্ঞান হারাবেন!
কৌতুহল সামলাতে না পেরে বইটি কিনল বল্টু। পুরো বইটা পড়লেন, কিন্তু শেষ পৃষ্ঠা খুললেন না। একদিন সাহস করে শেষ পৃষ্ঠাটা উল্টে দেখল। তাতে লেখা আছে, ‘সর্বোচ্চ বিক্রয়মূল্য ৩০ টাকা।’ বল্টু জ্ঞান হারাল।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment