এইচপির নতুন ডেস্কটপ

কম্পিউটার রিভিউ March 9, 2017 1,625
এইচপির নতুন ডেস্কটপ

পৃথিবীর বিখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচপি নতুন একটি ডেস্কটপ এনেছে। এটিকে বলা হচ্ছে ওয়াল ইন ওয়ান পিসি। এর মডেল এলিট ওয়ান ৮০০ জি৩।


ডেস্কটপটিতে আছে ২৩.৮ ইঞ্চির গ্লেয়ার ফ্রি ডিসপ্লে। এই ডিসপ্লেতে ফুল এইচডি রেজুলেশন পাওয়া যাবে। এই ডিসপ্লেতে টাচস্ক্রিন প্রযুক্তি রয়েছে। ডিসপ্লেতে মাইক্রো এজ বেজেলস রয়েছে। এটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত।


এলিট ওয়ান ৮০০ জি পিসিটিতে আছে সপ্তম প্রজন্মের ইনট্লে কোর আই ৭ সিস্টেম অন চিপসেট। এতে এইচডি গ্রাফিক্স রয়েছে। এতে আছে ৩২ জিবি ডিডিআর৪-২৪০০ র‌্যাম। এর স্টোরেজ ১ টেরাবাইট হার্ডডিস্ক। এসএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


পিসিটির মূল্য ১০৪৯ ডলার।


এর আগে এইচপি নারীদের জন্য একটি গেমিং ল্যাপটপ এনেছে। মডেল ‘ওমেন’ ল্যাপটপ।


দুইটি ভার্সনে ওমেন ল্যাপটপ পাওয়া যাবে। একটিতে আছে ১৭.৩ ইঞ্চির ডিসপ্লে। অন্যটিতে আছে ১৫.৬ ইঞ্চি। এই ল্যাপটপটিতে ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০x ১০৮০ পিক্সেল। এতে আছে সপ্তম প্রজন্মের ইনটেল কোয়াড কোর আই৭-৭০০ এইচকিউ প্রসেসর এবং এনভিডিয়া ১০৫০ জিওফোর্স জিটিএক্স গ্রাফিক্স কার্ড। ল্যাপটপটিতে হাইব্রিড স্টোরেজ রয়েছে। এতে আছে ১ টেরাবাইট হার্ডডিস্ক এবং ১২৮ জিবি এসএসডি কার্ড।


১৭ ইঞ্চি মডেলের ল্যাপটপটির ডিসপ্লের রেজুলেশন ডিসপ্লের রেজুলেশন ১৯২০ x ১০৮০ পিক্সেল।এতে সপ্তম প্রজন্মের ইনটেল কোয়াড কোর আই৭ প্রসেসর ব্যবহৃত হয়েছে। ল্যাপটপটিতে আছে এনভিডিয়া ১০৭০ জিওফোর্স জিটিএক্স গ্রাফিক্স কার্ড। এতে জি-সিঙ্ক টেকনোলজি ব্যবহৃত হয়েছে। এছাড়াও ডিভাইসটিতে আছে ১ টেরাবাইট হার্ড ডিস্ক এবং ২৫৬ জিবি এসএসডি, ব্যাঙ্ক অ্যান্ড অলুফসেন অডিও। সঙ্গে আছে ডুয়েল স্পিকার।