ব্রণ দূর করতে গ্রিন টি টোনার

রূপচর্চা/বিউটি-টিপস March 8, 2017 845
ব্রণ দূর করতে গ্রিন টি টোনার

স্বাস্থ্যকর গ্রিন টি রূপচর্চায়ও অনন্য। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি দূর করে ব্রণ ও ব্রণের দাগ।


• জেনে নিন গ্রিন টি টোনার ব্যবহার করে কীভাবে মুক্তি পাবেন ব্রণ থেকে. . .


পাত্রে পানি নিয়ে চুলায় দিন। ফুটে উঠতে শুরু করলে ২ চা চামচ গ্রিন টি দিয়ে দিন। পানি গাঢ় হলুদ রং ধারণ করলে চুলা থেকে নামিয়ে নিন পাত্র। ঠাণ্ডা হলে চায়ের লিকার একটি বোতলে ভরে নিন ফ্রিজে রাখুন। ঠাণ্ডা হলে ফ্রিজ থেকে বের করে চায়ের লিকারে তুলা ডুবিয়ে ত্বকে চেপে নিন। না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। দিনে দুইবার এটি ব্যবহার করলে দূর হবে ব্রণ।