ইন্টারনেট ব্রাউজার এনেছে স্যামসাং

ইন্টারনেট দুনিয়া March 7, 2017 1,978
ইন্টারনেট ব্রাউজার এনেছে স্যামসাং

স্মার্টফোনের জন্য নতুন একটি ইন্টারনেট ব্রাউজার এনেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। অ্যাপটি এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। এই ব্রাউজারটি গুগলের নেক্সাস ফোনেও ইনস্টল করে ব্যবহার করা যাবে।


এটিই স্যামসাংয়ের প্রথম ইন্টারনেট ব্রাউজার। এটি এখন থেকে স্যামসাংয়ের ফোন প্রি-ইনস্টল করা থাকবে। সকল অ্যানড্রয়েড ফোনে এটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করা যাবে।


স্যামসাংয়ের তথ্য মতে, তাদের নতুন ইন্টারনেট ব্রাউজার অ্যাপটি সকল স্যামসাং গ্যালাক্সি ফোন, গুগল নেক্সাস ফোন এবং অ্যানড্রয়েড ৫.০ ললিপপ কিংবা তারচেয়ে আপডেটেড অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে।


তবে শুরুতেই সকল দেশের ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহারের সুবিধা পাচ্ছে না। এটির বেটা ভার্সন প্লে স্টোরে দেয়া হয়েছে।


স্যামসাংয়ের এই অ্যাপটিতে বিশেষ কিছু ফিচার আছে। এতে ৩৬০ ডিগ্রি ভিডিও সমর্থন করে। অর্থাৎ ব্যবহারকারীরা গিয়ার ভিআর হেডসেট ছাড়াই অ্যাপটি থেকে ৩৬০ ডিগ্রি ভিডিও উপভোগ করতে পারবেন।


এছাড়াও এতে আছে পিকচার-ইন-পিকচার মোড, অ্যামাজন শপিং অ্যাসিসট্যান্ট, ওয়েব পেমেন্ট এবং ডাকডাক গো সার্চ ইঞ্জিন কম্পিটেবিলিটি রয়েছে।