শক্তি বাড়ানোর কোনো ওষুধ আছে কি?

সাস্থ্যকথা/হেলথ-টিপস March 5, 2017 869
শক্তি বাড়ানোর কোনো ওষুধ আছে কি?

আমাদের আশপাশে এমন অনেকেই আছেন, যাঁরা শাকসবজি, মাছ, তরকারি, ডিম, দুধ খাওয়ার চেয়ে ওষুধ খেতে বেশি পছন্দ করেন। আর এই ওষুধ খাওয়ার মূল আগ্রহ হচ্ছে, রাতারাতি শক্তি বাড়ানো।


শক্তি বাড়ানোর প্রবল মোহে কিছু লোকজন সালসা, টনিক নামের যেকোনো ধরনের উপকরণই নির্দ্বিধায় গলাধঃকরণ করেন। আর এ অবস্থার সুযোগ নেয় একশ্রেণির লেকচারবাজ ওষুধ বিক্রেতা।


এরা শক্তিমত্তার মনোমুগ্ধকর ও কাঙ্ক্ষিত বিভিন্ন উপমা তুলে ধরে ওষুধ সম্পর্কে ক্রেতাদের মনে দুর্বার আকর্ষণের জন্ম দিতে সমর্থ হয়। এতে দেখা যায়, অনেকেই রাস্তাঘাট থেকে বিভিন্ন টনিক কিনে খাচ্ছেন।


আজকাল অনেক ফার্মেসিতে বলবর্ধক, শক্তিবর্ধক, রক্তবর্ধক বিভিন্ন ধরনের টনিক বিক্রি হয়। এসব ওষুধের তেমন কোনো কার্যকারিতা নেই। মজার ব্যাপার হলো, অনেকেই এসব ওষুধ খাওয়ার পর শক্তি বেড়েছে বলে অনুভব করেন। আসলে পুরো ব্যাপারটাই ভ্রান্ত মানসিক নির্ভরতা প্রসূত।


সূত্রঃ এনটিভি অনলাইন