দাম্পত্য জীবনের জন্য গুরুত্বপূর্ণ ৫টি পরামর্শ

লাইফ স্টাইল March 4, 2017 992
দাম্পত্য জীবনের জন্য গুরুত্বপূর্ণ ৫টি পরামর্শ

এক সঙ্গে থাকবেন বলেই ভালোবাসার মানুষটিকে বিয়ে করেছেন। সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্যই তো এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সমস্যা হয় তখনই যখন একে অপরের অনেক বেশি কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। তাতে নষ্ট হয় ব্যক্তিগত পরিসরটুকু। আবার সামান্য ঘটনা থেকেও তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি।


• জেনে নিন, কী করে অশান্তি এড়িয়ে দু’‌জনে এক সঙ্গে পথ হাঁটতে পারবেন....


১। ঘনঘন দামি উপহার দেবেন না। অনেক সময়েই স্বামী এবং স্ত্রীর রোজগার সমান হয় না। আপনি সঙ্গী বা সঙ্গিনীকে বারবার দামী উপহার দিলে তিনিও যে সমমূল্যের দামী উপহার দিতে পারবেন, তার কোনও মানে নেই। এক্ষেত্রে অনেক সময়েই ভুল বোঝাবুঝি তৈরি হয়।


২। কোনও সমস্যায় পড়লে আপনিই যে তার একমাত্র অবলম্বন সেটা বোঝানো বন্ধ করুন। তাহলে তার স্বাবলম্বী মনোভাব নষ্ট হতে পারে।


৩। এক সঙ্গে কোথাও যাওয়ার হলে, বারবার দেরি করার অভ্যাস ছাড়ুন। এতে তিক্ততা তৈরি হয়।


৪। নিতান্ত প্রয়োজন না হলে আপনার সঙ্গী বা সঙ্গিনীর জন্য নিজের পেশা–জীবনের কোনও ক্ষতি করবেন না। এতে আপনার আত্মমর্যাদা ক্ষুণ্ন হতে পারে।


৫। স্বভাব হোক বা সাজগোজ যাই হোক না কেন জোর করে কিছু পাল্টে ফেলার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আরোপিত কোনও কিছুই দীর্ঘস্থায়ী নয়। ‌‌‌