ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করবেন যেভাবে

ফেসবুক টিপস February 26, 2017 6,031
ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করবেন যেভাবে

ফেসবুক সময় নষ্ট করে। কিংবা ফেসবুকের কারণে ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বলে কিছু থাকছে না। এমন অজুহাত দেখিয়ে অনেকে ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করতে চান। জেনে নিন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন।


প্রথম পদক্ষেপ: যে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান সেই অ্যাকাউন্ট লগ ইন করুন। এরপর সেটিংস মেনু খুঁজে বের করে যেখানে প্রবেশ করুন। সেটিংস মেনু পাবেন ফেসবুকের উপরের ডান কোণায়।


দ্বিতীয় পদক্ষেপ: এবার জেনারেল অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করুন। ‘Download a copy of all your Facebook data’ অপশনে ক্লিক করুন।


তৃতীয় পদক্ষেপ: এই লিঙ্কে যান: https://www.facebook.com/help/delete_account.

এরপর ক্লিক করুন Delete My Account option.


চতুর্থ পদক্ষেপ: এটা করার পর অ্যাপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে। তখন একটি ক্যাপচা কোড পুরণ করতে দেয়া হবে। সেটি পূরণ করলেই অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।


মনে রাখবেন, অ্যাকাউন্ট ডিলিট পরও আপনি ফেসবুকে লগইন করলেই ডিলিট হওয়া অ্যাকাউন্ট পুনরায় ফেরত পাবেন।