ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে কিউই ফেস প্যাক

রূপচর্চা/বিউটি-টিপস February 24, 2017 759
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে কিউই ফেস প্যাক

ত্বকের যত্নে কত কিছুই না ব্যবহার করা হয়। ব্যবহার করা হয় নানান পন্য, নানান ফেসপ্যাক। ঘরোয়া প্যাকগুলোর মধ্যে ফলের ফেসপ্যাক বেশ জনপ্রিয়। সাধারণত কলা বা কমলার প্যাক ত্বকে ব্যবহার করা হয়। কলা বা কমলার প্যাক ছাড়াও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কিউই এর ফেসপ্যাক বেশ কার্যকর। ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি ত্বকের নানান সমস্যা সমাধান করে থাকে। বিদেশি ফল হলেও এটি আমাদের দেশেও সহজলভ্য।


যা যা লাগবে

- ১টি কিউই

- ১টি কলা

- ১ টেবিল চামচ টকদই


যেভাবে তৈরি করবেন

১। প্রথমে কিউই ফলের খোসা থেকে ফলটি আলাদা করে একটি পাত্রে রাখুন।


২। কাটা চামচ দিয়ে ফলটি চটকে নিন।


৩। কিউই ফলের সাথে একটি কলা মেশান।


৪। কলা এবং কিউই ফলের সাথে এক টেবিল চামচ টকদই মিশিয়ে নিন।


৫। কিউই ফল এবং কলা ভালোভাবে মিশিয়ে নিন। লক্ষ্য রাখবেন কোনো দানা দানা ভাব যেন না থাকে।


যেভাবে ব্যবহার করবেন

১। মুখে মেকআপ থাকলে তা তুলে ফেলুন। মুখ ধুয়ে নিন।


২। এবার ফেসপ্যাকটি সম্পূর্ণ মুখে ব্যবহার করুন।


৩। ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। কিছুক্ষণ পর চক্রাকারে ম্যাসাজ করে ত্বক থেকে এটি তুলতে থাকুন।


৪। কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করুন।


কার্যকারিতা

কিউইতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি এবং ভিটামিন ই যা প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। ভিটামিন সি ত্বকের কোলাজেন ঠিক রেখে উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। অ্যান্টি ইনফ্লামেনটরি উপাদান ব্রণ হওয়ার রোধ করে। কিউইয়ের বীচি ত্বক এক্সফলিয়েট করে যা নিখুঁত ত্বক পেতে সাহায্য করে।