সাধারন জ্ঞানের আসর - ৭৫তম পর্ব

সাধারণ জ্ঞান February 20, 2017 1,349
সাধারন জ্ঞানের আসর - ৭৫তম পর্ব

➊ সর্বপ্রথম কোন দেশ থেকে বাংলাদেশে আলু আনা হয়?

-নেদারল্যান্ড


➋ কৃষির রবি মৌসুম কোন কোন মাস নিয়ে?

-কার্তিক-ফাল্গুন


➌ জুমচাষ করা হয় কোন এলাকায়?

-পাহাড়ি এলাকাতে


➍ পাটের ক্রোমোজোমের সংখ্যা কত?

-১৪টি


➎ ধান কি রকম উদ্ভিদ?

-একবীজপত্রী


➏ মঙ্গা এলাকার জন্য কোন ধান বিখ্যাত?

-বিআর-৩৩


➐ উত্তরবঙ্গের কোন জেলায় চা বাগান আছে?

-পঞ্চগড়


➑ কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয়?

-রংপুর


➒ মাধবকুণ্ড ইকোপার্ক কোথায় অবস্থিত?

-কুলাউড়া, মৌলভীবাজার


➓ দেশের প্রথম রাবার বাগান কোথায় হয়?

-রামু,কক্সবাজার


সূত্রঃ ইন্টারনেট