বাণী-বচন : ১৯ ফেব্রুয়ারি ২০১৭

স্মরণীয় উক্তি February 19, 2017 856
বাণী-বচন : ১৯ ফেব্রুয়ারি ২০১৭

সুন্দর জিনিস চিরকালের আনন্দ। -কিটস


আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে।– টমাস ফুলার


সৌন্দর্য ক্ষণস্থায়ী।– সক্রেটিস


সুন্দর মুখের জয় সর্বত্র।– রানী এলিজাবেথ


দৈহিক সৌন্দর্যকে অনাবৃত রাখার চেয়ে আবৃত রাখাই ভালো।– ফ্লেচার


বচন

ভাদ্র আশ্বিনে বহে ঈশান

কাঁধে কোদাল নাচে কৃষাণ।


অর্থ : ভাদ্র ও আশ্বিন মাসে ঈশান কোণ থেকে বাতাস বইলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। এতে কৃষক কোদাল কাঁধে জমিতে কাজ করতে উদ্যোগী হয়- এ কথা বোঝাতে বলা হয়।