লেনোভোর কনভার্টিবল ল্যাপটপ

কম্পিউটার রিভিউ February 15, 2017 1,194
লেনোভোর কনভার্টিবল ল্যাপটপ

নতুন একটি ট্যাবলেট কাম ল্যাপটপ বাজারে ছেড়েছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। মডেল মিক্স ৩২০। এটি টু ইন ওয়ান ডিভাইস। এতে ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। এতে ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।


লেনোভো তাদের এই ডিভাইসটি ২৭ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রদর্শন করবে।


এটি ল্যাপটপের মতই। আবার কি-বোর্ড আলাদা করে ট্যাবের মত ব্যবহার করা হবে। এটি ওজনে হালকা-পাতলা। দেখতেও আকষর্ণীয়।


লেনোভো মিক্সি ৩২০ টু ইন ওয়ান ডিভাইসটিতে আছে ইনটেল অ্যাটম এক্স৫-জেড৮৩৫০ মডেলের প্রসেসর।


২ জিবি এবং ৪ জিবি এই দুইটি র‌্যাম ভার্সনে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে।


লেনোভোর কনভার্টিবলটিতে আছে ১০.১ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০ x১০৮০ পিক্সেল।


এতে ইউএসবি সি-পোর্ট রয়েছে। এছাড়াও আছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রো এইচডি এমআই পোর্ট, মাইক্রোএসডি কার্ড রিডার এবং ইউএসবি ২।


ডিভাইসটির মূল্য ধরা হয়েছে ২২০ ডলার।