বসন্ত এসে গেছে যেভাবে বুঝবেন

মজার সবকিছু February 13, 2017 1,582
বসন্ত এসে গেছে যেভাবে বুঝবেন

আজ পয়লা ফাল্গুন। অর্থাৎ কাগজে-কলমে বসন্তকাল শুরু হয়েছে। কিন্তু বাংলায় দিন-ক্ষণ আমরা কয়জনেই বা খেয়াল রাখি? তো চলুন ক্যালেন্ডার ছাড়াই কীভাবে জানা যায় বসন্ত এসে গেছে তার কিছু আলামত দেখে আসি-


- আপনার পাশের বাসার মেয়েটিকে কখনোই ওয়েস্টার্ন ড্রেস পড়া বাদে দেখেননি, অথচ আজ সে শাড়ি পরে ঘুরতে যাচ্ছে। তাহলে বুঝে নিন আজ বসন্তের প্রথম দিন।


- চোখে সরিষা ফুল না দেখলেও চারিদিকে শুধু হলুদ আর বাসন্তী রঙের পোশাক পরা মানুষ দেখতে পাচ্ছেন? অতএব চোখ না কচলেই বুঝে নিন আজ পয়লা ফাল্গুন।


- ফুল ছেঁড়া নিষেধ হোক আর যাই হোক রমণীদের হাতে এবং মাথায় ফুল গোঁজা দেখলে ধরে নিতে পারেন এটা বসন্তের শুরু।


- পাবলিকের গায়ে অঙ্কিত বিভিন্ন আলপনা দেখেও বুঝে নেওয়া যায় যে বসন্ত এসে গেছে।


- কোকিল ডাকুক আর না-ই ডাকুক বিভিন্ন জায়গায় কাককণ্ঠী শিল্পীদের কনসার্ট করতে দেখলেও কিন্তু বোঝা যায় বসন্ত আপনাকে স্বাগত জানাতে চলে এসেছে।


- জোড়ায় জোড়ায় ছেলেমেয়ে বসে থাকতে দেখে মনে হচ্ছে আজ ভ্যালেন্টাইন্স ডে'র ট্রায়াল চলছে! কনফিউজড হওয়ার কিছু নেই। কারণ ওইটা ভালেন্টাইন্সের ট্রায়াল নয়, বসন্তবরণেরই আলামত!


- 'বসন্ত কবিতা পাঠ উৎসব' কিংবা 'বসন্তের গান' টাইপের অনুষ্ঠান আয়োজন দেখেও সহজে বুঝে নেওয়া যায় বসন্ত আপনার দরজায় কড়া নেড়ে অপেক্ষা করছে।


সূত্রঃ এনটিভি অনলাইন