মজার ধাঁধা সমগ্র - ১৮তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer February 13, 2017 3,147
মজার ধাঁধা সমগ্র - ১৮তম পর্ব

১। আগায় ঝুনঝুনি গোড়ায় মৌ

যে কতি না পারে সে সোনা মুচির বৌ।


২। ময়ূরের পাখ হাতির দাঁত

যে কইতে না পারে সে গাধার জাত।


৩। হাত নাই পা নাই পিঠ দিয়ে চলে

রাত দিন জলে বাস করে।


৪। এক খানি পুকুরে কই গুর গুর করে

এমন বাপের পুত নাই নাইমা মাচ ধরে।


৫। আইছি কাজে কইনা লাজে

আছে দুই লরা তার মাঝে।


উত্তরঃ ১। আখগাছ ২। মুলা ৩। নৌকা ৪। হুক্কা ৫। গাভীর দুধ