
১। আগায় ঝুনঝুনি গোড়ায় মৌ
যে কতি না পারে সে সোনা মুচির বৌ।
২। ময়ূরের পাখ হাতির দাঁত
যে কইতে না পারে সে গাধার জাত।
৩। হাত নাই পা নাই পিঠ দিয়ে চলে
রাত দিন জলে বাস করে।
৪। এক খানি পুকুরে কই গুর গুর করে
এমন বাপের পুত নাই নাইমা মাচ ধরে।
৫। আইছি কাজে কইনা লাজে
আছে দুই লরা তার মাঝে।
উত্তরঃ ১। আখগাছ ২। মুলা ৩। নৌকা ৪। হুক্কা ৫। গাভীর দুধ
মজার ধাঁধা সমগ্র - ১০৫তম পর্ব November 28, 2018 77,946
মজার ধাঁধা সমগ্র - ১০৪তম পর্ব November 27, 2018 42,066
মজার ধাঁধা সমগ্র - ১০৩তম পর্ব November 23, 2018 23,897
মজার ধাঁধা সমগ্র - ১০২তম পর্ব November 21, 2018 23,885
মজার ধাঁধা সমগ্র - ১০১তম পর্ব November 20, 2018 22,531
মজার ধাঁধা সমগ্র - ১০০তম পর্ব November 18, 2018 22,574
মজার ধাঁধা সমগ্র - ৯৯তম পর্ব November 17, 2018 20,616
মজার ধাঁধা সমগ্র - ৯৮তম পর্ব November 16, 2018 25,597