

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকরা প্রতি মাসে ১০০ মিনিট অন নেট, ১০০ মিনিট অফ নেট এবং ৩ গিগাবইট ইন্টারনেট বোনাসের মাধ্যমে তিন মাসে সর্বমোট ৯ গিগাবইট ইন্টারনেট এবং ৬০০ মিনিট টক টাইম উপভোগ করতে পারবেন। এই বোনাসের মেয়াদ ৩০ দিন। অফারটি পেতে গ্রাহকদের “Q300” লিখে ৪৩২১ নম্বরে পাঠাতে হবে অথবা *৫০০০*৫২১# নম্বরে ডায়াল করতে হবে।
এছাড়াও ডাটা বোনাস জানতে গ্রাহকদের ডায়াল করতে হবে *১২৪*৫#, অন নেট বোনাস জানতে *১২৪*১৩# এবং অফ নেট বোনাস জানতে ডায়াল করতে হবে *১২৪*১৫# নম্বরে। গ্রাহকরা সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে বোনাস পাবেন।
মাইক্রোম্যাক্স ‘কিউ৩০০’ তে ৩.৫ ইঞ্চির স্ক্রিন। অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১, ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রোসেসর সমৃদ্ধ ফোনটিতে ২ মেগা পিক্সেল ব্যাক ও সামনে রয়েছে ডিজিটাল ক্যামেরা। এটিতে ৫১২ মেগাবাইট র্যাম, ৪ গিগাবাইট রম ব্যাবহার করা হয়েছে। ফোনটির ১২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
এ স্মার্টফোনটি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংক-এর হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন, পোর্টফোলিও সিনিয়র ম্যানেজার শিবলী সাদিক, মাইক্রোম্যাক্সের কান্ট্রি ম্যানেজার রিয়াজুল ইসলাম এবং সোফেল টেলিকম লিমিটেডের জেনারেল ম্যানেজার শাকিব আরাফাত।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment