চুল ঝলমলে করবে যেসব উপাদান

রূপচর্চা/বিউটি-টিপস February 10, 2017 740
চুল ঝলমলে করবে যেসব উপাদান

সঠিক যত্নের অভাবে চুল হয়ে যায় বিবর্ণ ও রুক্ষ। প্রাণহীন চুলে জৌলুস ফিরিয়ে আনতে ব্যবহার করতে পারেন বিভিন্ন প্রাকৃতিক উপাদান। এগুলো নিয়মিত ব্যবহার করলে চুল হবে ঝলমলে ও সুন্দর।


• জেনে নিন প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও স্ট্রেইট চুল পেতে কোন কোন উপাদান ব্যবহার করবেন....


নারিকেল তেল

প্রাকৃতিকভাবে চুল স্ট্রেইট করতে নারিকেল তেলের জুড়ি নেই। সপ্তাহে একদিন নারিকেল তেলের সঙ্গে লেবু মিশিয়ে চুলে লাগান। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


অ্যালোভেরা

অলিভ অয়েল অথবা নারিকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। ঝলমলে হবে চুল।


আপেল সিডার ভিনেগার

পানির সঙ্গে আপেল সিডার ভিনেগার মিশিয়ে শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিন। চুলে আসবে জৌলুস।


ডিম

ডিমের সাদা অংশ চুলে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। দেখুন কেমন ঝলমল করছে চুল!


ক্যাস্টর অয়েল

সপ্তাহে একদিন চুলে ক্যাস্টর অয়েল ব্যবহার করলেও চুল উজ্জ্বল হবে।


পাকা কলা

পাকা কলা চটকে নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর ভালো করে শ্যাম্পু করে ফেলুন।