অ্যান্ড্রয়েড ব্রাউজার বাজারে আনলো রেইজ আইটি

বিবিধ টেক February 9, 2017 1,543
অ্যান্ড্রয়েড ব্রাউজার বাজারে আনলো রেইজ আইটি

বাংলাদেশি প্রতিষ্ঠান রেইজ আইটি সল্যুশন্স লিমিটেড অ্যান্ড্রয়েড মোবাইলের একটি ব্রাউজার চালু করেছে। এর নাম আরআইটিএস ব্রাউজার। বাংলাদেশের তৈরি এটাই প্রথম অ্যান্ড্রয়েড ব্রাউজার।


অন্যান্য ইন্টারনেট ব্রাউজারের সকল ফিচার ছাড়াও এতে অতিরিক্ত নানা ফিচার যোগ করা হয়েছে। এই ব্রাউজারের সব থেকে আকর্ষণীয় ফিচার হলো, মনেটাইজেশন। অর্থাৎ এই ব্রাউজার ব্যবহার করে ব্যবহারকারী বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ আয় করতে পারবেন।


প্রাথমিকভাবে ব্রাউজারটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য পাওয়া যাচ্ছে। ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ব্রাউজারটি ডাউনলোড করতে পারবেন। দ্রুতই আইওএস ও উইন্ডোজ ফোনের মতো অন্যান্য প্লাটফর্মের জন্য ব্রাউজারটি চালু করা হবে।


সূত্রঃ অনলাইন