আকিকা কি জন্মের সাত দিনের মধ্যে দিতে হবে?

ইসলামিক শিক্ষা February 9, 2017 2,484
আকিকা কি জন্মের সাত দিনের মধ্যে দিতে হবে?

প্রশ্ন : আমার বাবা-মা সাত দিনে আমার আকিকা করেননি। আমার বয়স এখন ১৬ বছর। তাঁরা এখন আমার আকিকা করতে চান। এতে কি আমার আকিকা হবে? আকিকা যদি না হয়, তাহলে বিকল্প পদ্ধতি কী?


উত্তর : সপ্তম দিনে আকিকা করা হয়নি। এখন আকিকা করার দরকার আছে কি না—এ মাসয়ালার মধ্যে আলেমদের দ্বিমত আছে। কিন্তু এখন আর আকিকা করার দরকার নেই, যেহেতু আকিকার সময় পার হয়ে গিয়েছে। তারপরও যদি আপনি মনে করেন, আল্লাহর জন্য জবাই করবেন, তাহলে জবাই করে আপনি বিতরণ করে দিতে পারেন। সেটা জায়েজ রয়েছে।


তবে আকিকার সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, আপনার বয়স ১৬ বছর, তাই এখন আর আকিকা করার দরকার নেই। আকিকার বিধান এখন প্রযোজ্য হবে না। তবে সাদকা করতে পারেন। সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন