জানা অজানা মজার তথ্য - ৮ম পর্ব

জানা অজানা January 30, 2017 2,110
জানা অজানা মজার তথ্য - ৮ম পর্ব

(০১) লিওনার্দো দা ভিঞ্চি এর ‘মোনালিসা’ এর কোনো ভ্রু নেই।


(০২) বাজারে যে বারবি পুতুল পাওয়া যায়,তার পুরো নাম হলো বারবারা মিলিসেন্ট রবার্টস।


(০৩) পিঁপড়েরা কখনো ঘুমায় না।


(০৪) জন্মের পর থেকে আমাদের চোখের আকার সমান থাকে কিন্তু নাক কান বড় হয়।


(০৫) চাঁদ যখন আমাদের মাথার সরাসরি উপরে থাকে তখন আমাদের ওজন সামান্য হ্রাস পায়।


(০৬) আলেকজান্ডার গ্রাহাম বেল কখনো তার মা কিংবা তার স্ত্রীকে ফোন করেননি। কেননা তারা দুজনেই বধির ছিলেন।


(০৭) একটি উটপাখির চোখ তার মস্তিষ্ক থেকে বড়।


(০৮) ইংলিশ হ্যাপি বার্থডে গানটির লেখাস্বত্ব রয়েছে।


(০৯) প্রজাপতি তার পায়ের পাতা দিয়ে স্বাদ নেয়।


(১০) চোখ খোলা রেখে নাক ডাকা সম্ভব না।


(১১) হাতি একমাত্র প্রাণী যে কিনা বেচারা লাফাতে পারে না।


(১২) পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কম সময়ের যুদ্ধটি হয়েছিল ১৮৯৬ সালে ইংল্যান্ড আর জাঞ্জিবার এর মাঝে। যুদ্ধ শুরুর ৩৮ মিনিট এর মাথায় জাঞ্জিবার আত্মসমর্পণ করে নেয়।


(১৩) শরীরের সবচেয়ে শক্তিশালী পেশী হলো জিহ্বা।


(১৪) মরুভূমির উড়ো ধুলা থেকে রক্ষা করার জন্য উটের চোখের তিনটি পাতা থাকে।


(১৫) নিজের দম বন্ধ রেখে নিজেকে মেরে ফেলা সম্ভব না।


তথ্যসূত্রঃ ইন্টারনেট