জানা অজানা মজার তথ্য - ৭ম পর্ব

জানা অজানা January 29, 2017 1,352
জানা অজানা মজার তথ্য - ৭ম পর্ব

১. ব্রাজিলে এক ধরনের প্রজাপতি পাওয়া যায় যাদের শরীরের রঙ ও গন্ধ হুবহু চকোলেটের মত!!


২. কুমির চিবোতে পারে না!! শিকারকে ধরার পর সরাসরি গিলে ফেলে।


৩. থাইল্যান্ডে ঘুড়ি ওড়ানো এক ধরনের পেশাদার খেলা!!


৪. ভেনেজুয়েলার ‘অ্যাঞ্জেল ফলস’ হলো পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত! এর উচ্চতা ৩২১২ ফিট অর্থাৎ ৯৭৯ মিটার!


৫. প্রতি বছর ভ্যালেন্টাইন ডে তে সর্বমোট ১৮০ মিলিয়ন কার্ড আদান প্রদান হয়!


৬. প্রতি বছর ভারতে প্রায় ৩০০ মিলিয়ন ছবির টিকিট বিক্রি হয়ে থাকে!


৭. একটি মানুষ একদিনে (২৪ ঘণ্টায়) প্রায় ৪৮৫০টি শব্দ উচ্চারণ করে থাকে!


৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর স্বল্পতার কারণে ঐ সময়ের অস্কারের খেতাব স্বরূপ মূর্তিটি কাঠের তৈরি ছিল!


৯. আজব তথ্য দেই এখন, হিটলারের জন্মের পূর্বে উনার মা Abortion এর সিদ্ধান্ত নিয়েছিলেন! কিন্তু, শারীরিক ত্রুটির কারনে ডাক্তাররা রাজি হন নি!


১০. একজন মানুষ কোনো খাবার না খেয়ে বাঁচতে পারে এক মাস, কিন্তু পানি পান না করলে এক সপ্তাহের বেশি বাঁচতে পারে না!


১১. প্রতি এক হাজার সামুদ্রিক কচ্ছপ ছানার মধ্যে মাত্র একটি ছানা জন্মের পর টিকে থাকতে পারে!


১২. আমরা তো খাবার খেয়েই ভাবি কাজ শেষ! এ খাবার পুরোপুরি হজম করতে পেটের কতক্ষণ সময় লাগে জানেন?? প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা!


১৩. নীল চোখের মানুষ অন্ধকারে ভালো দেখতে পায়।


১৪. একজন মানুষ এর পক্ষে কখনই চোখ খোলা রেখে হাঁচি দেয়া সম্ভব না!!


তথ্যসূত্রঃ ইন্টারনেট