সাধারন জ্ঞানের আসর - ৬০তম পর্ব

সাধারণ জ্ঞান January 29, 2017 1,530
সাধারন জ্ঞানের আসর - ৬০তম পর্ব

১. কক্সবাজার নামকরণ হয় কোন ব্যক্তির নামে?

উঃ ক্যাপ্টেন কক্স এর নাম অনুসারে।


২. কক্সবাজারের পূর্ব নাম কি?

উঃ পালকিং


৩. বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায়?

উঃ কক্সবাজার ( বাংলাদেশ)


৪. শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত?

উঃ হিমছুড়ি ( কক্সবাজার)


৫. রিজার্ভ গেম এলাকা বলা হয় কোনটি কে?

উঃ টেকনাফ


৬. অভ্যায়রণ্য পার্ক কোথায় অবস্থিত?

উঃ কক্সবাজার ( দোলহাজারী বঙ্গবন্ধু সাফারি পার্ক)


৭. বাংলাদেশ সর্বদক্ষিণের স্থান কোনটি?

উঃ ছেড়া দ্বীপ বা সেনমার্টিন


৮. সেনমার্টিনের অপর নাম কি?

উঃ নারকেল জিঞ্জিরা।


৯. সেনমার্টিনের মোট আয়তন কত?

উঃ ৮ বর্গ কিলোমিটার।


১০. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?

উঃ সেনমার্টিন।


১১. বাংলাদেশ ও মায়ানমার কে পৃথক করেছে কোন নদী?

উঃ নাফ নদী।


১২. বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে বিরোধপূর্ণ জায়গা কোনটি?

উঃ চরফরিদ, মন্ডু


তথ্যসূত্রঃ ইন্টারনেট