লিফটে আপনার কম্পানির সিইওর সঙ্গে আটকা পড়লে কী করবেন?

লাইফ স্টাইল January 26, 2017 631
লিফটে আপনার কম্পানির সিইওর সঙ্গে আটকা পড়লে কী করবেন?

কখনো যদি লিফটে আপনার কম্পানির সিইওর সঙ্গে আটকা পড়েন তাহলে আপনার জন্য যেই তিনটি পথ খোলা থাকে তা হলো:


১. তাৎক্ষণিকভাবে বোতাম চেপে লিফট আটকে আপনি বের হয়ে যেতে পারেন।


২. তার সঙ্গে চোখাচোখি না করে তাকে না দেখার ভান করে সামনের দিকে সোজা হয়ে তাকিয়ে থাকতে পারেন।


৩. স্বাভাবিক মানুষের মতো আচরণ করা

তবে বিশ্বাস করুন আর নাই করুন ৩ নম্বর কাজটি শুনতে যতটা সহজ মনে হয় করতে তার চেয়েও কঠিন।


এ ব্যাপারে বিশেষজ্ঞদের মত হলো, যদি এর আগে কখনো আপনার সিইওর সাথে ব্যক্তিগতভাবে আপনার দেখা না হয়ে থাকে তাহলে তার সঙ্গে পরিচিত হন। শুভ সকাল বলে তাকে অভিবাদন জানান এবং কথা বলার সময় চোখে চোখ রেখে এবং মুচকি হেসে ডান হাতটি বাড়িয়ে দিন হ্যান্ডশেক করার জন্য।


এরপর প্রাসঙ্গিক কোনো বিষয়ে কথা বলতে পারেন। এরপর সম্প্রতি কম্পানির কোনো বিশেষ সুযোগ-সুবিধা প্রদান বিষয়ে কথা বলুন। এ ব্যাপারে তাকে ধন্যবাদ জানান।


অথবা, আপনি যদি শুনে থাকেন যে আপনার সিইও সম্প্রতি বিদেশ ভ্রমণে গেছেন তাহলে তাকে তার ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞেস করুন।


অথবা, সম্প্রতি আপনার বিভাগের শেষ করা কোনো প্রকল্প নিয়ে কথা বলতে পারেন।


তবে আপনি যদি কম্পানির খবরাখবরের হালানাগাদ না জানেন বা তাৎক্ষণিকভাবে কোনো বিষয়ে কথা বলতে না পারেন তাহলে আরো সাধারণ কোনো বিষয়ে কথা বলতে পারেন। যেমন, আপনার বসকে আপনি জিজ্ঞেস করতে পারেন তার ছুটি কেমন কেটেছে।


তবে আপনি কথা বলার চেষ্টা করলে আপনার বস যদি খুব একটা আগ্রহ না দেখান বা নিচের দিবে তাকিয়ে থেকে নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তাহলে বুঝবেন তিনি আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী নন। এরপর লিফট থেকে না নামা পর্যন্ত চুপ করে থাকুন।


অবশ্য, আপনার সিইও যদি কথা বলায় আগ্রহী নাও হন তবুও নামার সময় তাকে বলুন, আপনার সঙ্গে দেখা হওয়াতে ভালো লেগেছে।


আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, লিফটে দেখা হওয়ার সুযোগে কখনোই কোনো বিষয় নিয়ে অভিযোগ করতে যাবেন না।


যেমন, আপনি যোগ্যতার চেয়ে কম বেতন পাচ্ছেন, প্রমোশন পাচ্ছেন না বা আপনি কোনো বিষয়ে সন্তুষ্টি নন এসব বলতে যাবেন না। একইভাবে কম্পানির কোনো গুজব নিয়েও কথা বলতে যাবেন না। ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং ভদ্রতা বজায় রাখুন।