ঘরে ইঁদুর, মশা, তেলাপোকা? সহজ সমাধান জেনে নিন

টুকিটাকি টিপস January 25, 2017 937
ঘরে ইঁদুর, মশা, তেলাপোকা? সহজ সমাধান জেনে নিন

ঘরে ইঁদুর, তেলাপোকা কিংবা মাকড়সার কারণে বিরক্ত? বিষ দিয়েও ইঁদুর মারতে পারছেন না? মাকড়সার ভয়ে ভালোভাবে ঘুমাতে পারছেন না?


টিকটিকির এদিক-ওদিক ছুটোছুটি ভয়ে শিউরে যাচ্ছেন? আপনার বাচ্চাও ভয়ে আঁতকে উঠছে? মশার উত্‍‌পাতও খুব বেড়েছে? এসব সমধান রয়েছে আপনার হাতের মুঠোতেই।


পুদিনাগাছ চেনেন নিশ্চয়ই। এই পুদিনার গন্ধ আমাদের অস্বস্তির কারণ না-হলেও, ইঁদুর-মাকড়সাদের একদমই সহ্য হয় না। ঘরে পুদিনার পাতা থাকলে, এই কীটপতঙ্গ-পাল পালানোর পথ পাবে না।


কী ভাবে কাজে লাগাবেন পুদিনা? খুবই সোজা। বাজার থেকে পুদিনা পাতা কিনে এনে ভালো করে বেটে পুদিনা-চা বানিয়ে ফেলুন।


ঘরের চার কোণে, বাথরুমে, যেখানে ইঁদুর-মাকড়সা-আরশোলার উত্‍‌পাত বেশি, স্প্রে করুন। বিশেষত দরজা-জানলার চারপাশে।


টবে বসানো পুদিনার গাছও ঘরে বসাতে পারেন। দেখুন কেমন ম্যাজিকের মতো কাজ করে।