রূপচর্চায় গ্লিসারিনের ব্যবহার

রূপচর্চা/বিউটি-টিপস January 23, 2017 1,517
রূপচর্চায় গ্লিসারিনের ব্যবহার

গ্লিসারিন ত্বকের যত্নে অতুলনীয় ভূমিকা পালন করে থাকে। এটি সব ধরনের ত্বকেই ব্যবহার করা যায়। পা ফাটা ও বলিরেখা দূর করার পাশাপাশি ত্বকে ঔজ্জ্বল্য নিয়ে আসে গ্লিসারিন। ব্যবহার করতে পারবেন ক্লিনজার ও টোনার হিসেবেও।


জেনে নিন রূপচর্চায় গ্লিসারিনের ব্যবহার

গ্লিসারিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারেন। এটি ত্বক প্রাকৃতিকভাবে পরিষ্কার করবে। চমৎকার ময়েশ্চারাইজারের কাজ করে গ্লিসারিন। শীতে বেশিরভার মামুষের গোড়ালি ফেটে দ্রুত। গোড়ালি ভালো করে পরিষ্কার করে গ্লিসারিন লাগিয়ে ঘুমান প্রতিদিন রাতে। দূর হবে পা ফাটা।


এছাড়া নখে গ্লিসারিন ব্যবহার করলে নখ শুষ্ক হয়ে ভেঙে যাওয়ার সমস্যা দূর হবে।


তৈলাক্ত ত্বকের যত্নের ক্ষেত্রে মুলতানি মাটির সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এরপর এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করবে।