পানির নিচে প্যাডেল ঘুরিয়ে বিশ্ব রেকর্ড!

ওয়ার্ল্ড রেকর্ডস January 23, 2017 1,764
পানির নিচে প্যাডেল ঘুরিয়ে বিশ্ব রেকর্ড!

এক দমে প্যাডেল মেরে সাইকেলের চাকা ২ হাজার ৮০০ ফুট এক ইঞ্চি পার করেছেন, তা–ও আবার পানির নিচে। ইতালির এই ক্রীড়াবিদের নাম হোমার লেউসি। স্থির সাইকেল বা স্টেশনারি বাইক চালনায় তাঁর এই কীর্তিকে গিনেস কর্তৃপক্ষ বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে।


পানিতে পরিপূর্ণ একটি ট্যাংকের ভেতরে সাইকেলটি রাখা ছিল। হোমার লেউসি বুক ভরে শ্বাস নিয়ে তাতে চড়ে প্যাডেল ঘুরাতে শুরু করেন। দম ছাড়ার আগ পর্যন্ত টানা প্রায় চার মিনিট প্যাডেল মেরেছেন। এতে চাকা যতটুকু ঘুরেছে, তাতে একটি সাইকেল ২ হাজার ৮০৫ ফুট এক ইঞ্চি বা ৮৫৫ মিটার অতিক্রম করে যাওয়ার কথা।


লেউসি আগেও এই রেকর্ড করেছিলেন। এবার নিজের পুরোনো রেকর্ড ভাঙলেন। তিনি চার বছর আগে পানির নিচে প্যাডেল মেরে ২ হাজার ৫১৬ ফুট চার ইঞ্চি বা ৭৬৭ মিটার পার করেন। ইতালির লো শো রেকর্ড নামের সাপ্তাহিক ভিডিও সিরিজে তাঁর দুটি সাফল্যেরই প্রমাণ রয়েছে।