

১) শিশুরা ৩-৪ বছর বয়সের আগে নিজেদের সম্পর্কে স্বপ্ন দেখে না।
২) একজন সুস্থ-স্বাভাবিক মানুষ নিজের জীবনের ৬ বছর স্বপ্ন দেখেই কাটিয়ে দেয়।
৩) ঘুম থেকে ওঠার প্রথম এক মিনিটেই ৯০ শতাংশ স্বপ্ন ভুলে যায় মানুষ।
৪) কিছু কিছু ক্ষেত্রে মানুষ স্বপ্নের মাধ্যমে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আগেই দেখতে পেয়ে যায়।
৫) এক রাতেই আমরা সাতটি আলাদা স্বপ্ন দেখে ফেলতে পারি।
৬) শুধু মানুষ নয়, স্বপ্ন পশু-পাখিরাও দেখে। এমনকী, যাঁরা চোখে দেখতে পান না স্বপ্ন তাঁরাও দেখেন।
৭) প্রথমবার স্বপ্নের অর্থ নিয়ে অভিধান তৈরি করেছিল মিশরের বাসিন্দারা। তাও ৪০০০ খ্রিষ্টপূর্বে।
৮) আপনি যখন স্বপ্ন দেখেন, আপনার সম্পূর্ণ শরীর অসাড় হয়ে যায়।
৯) স্বপ্নে আমরা শুধু সেই মানুষদেরই দেখতে পাই যাঁদের আমরা আগে থেকে চিনি।
১০) মানুষ যখন নাক ডাকে তখন সে স্বপ্ন দেখে না।
তথ্যসূত্রঃ সংবাদ প্রতিদিন








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment