এক ঝলকে জেনে নিন ট্রাম্প সম্পর্কে নানা অজানা তথ্য

জানা অজানা January 21, 2017 2,034
এক ঝলকে জেনে নিন ট্রাম্প সম্পর্কে নানা অজানা তথ্য

আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁকে নিয়ে বিতর্ক অনেক। কিন্তু তিনিই এখন পৃথিবীর অন্যতম শক্তিশালি দেশের প্রধান।


• ট্রাম্পের পুরো নাম ডোনাল্ড জন ট্রাম্প।


• তাঁর এখন বয়স ৭০ বছর। জন্ম ১৪ জুন, ১৯৪৬।


• ট্রাম্পের বাবার নাম ফ্রেড ট্রাম্প। মা মেরি অ্যানি ট্রাম্প।


• রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারিয়ে।


• তিনি নিজে কোটিপতি ব্যবসায়ী। মূলত রিয়্যাল এস্টেটের ব্যবসা তাঁর।


• তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে তিনি ব্যবসার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছেন।


• তিনি বিনোদন জগতের ব্যবসাতেও নামেন। মিস ইউনিভার্স, মিস ইউএসএ -র মতো প্রতিযোগিতা পরিচালনা করত তাঁর কোম্পানি।


• ‘দ্য অ্যাপ্রেন্টিস’ নামে একটি রিয়্যালিটি টেলিভিশন শোয়ের ১৪টি সিজন সঞ্চালনাও করেন ট্রাম্প।


• ১৩ বছর বয়সে স্কুলে অভব্যতা করার জন্য ট্রাম্পকে নিউ ইয়র্ক মিলিটারি অ্যাকাডেমিতে পাঠানো হয়।


• ট্রাম্পের দাদা পাইলটের চাকরি নিয়ে চলে যান, তাই বাবার মৃত্যুর পরে তাঁর পারিবারিক ব্যবসার দায়িত্ব নেন ট্রাম্প।


• ১৯৭১-এ তিনি বাবার কোম্পানির নাম দেন ট্রাম্প অরগানাইজেশন।


• তিনবার বিয়ে করেছেন ট্রাম্প। প্রথম স্ত্রী ছিলেন চেক অ্যাথলিট ও মডেল ইভানা জেলনিকোভা।


• শোনা যায়, ইভানার উপর অত্যাচারের কারণেই তাঁর সঙ্গে ইভানার ডিভোর্স হয়ে যায়।


• ১৯৯৩ তে মারলা ম্যাপেলস বলে এক অভিনেত্রীকে বিয়ে করেন ট্রাম্প।


• বর্তমান স্ত্রী মডেল মেলেনিয়াকে ১৯৯৯ সালে বিয়ে করেন তিনি।


• ট্রাম্পের মোট সন্তান ৫।


• এর আগে ১৯৮৭ ও ২০০০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার চেষ্টা করেন ট্রাম্প।


• শেষে ২০১৫ তে হোয়াইট হাউসের লড়াইয়ে নেমে জয়ী হলেন ট্রাম্প।


• তাঁর প্রচারের পুরোটা জুড়েই ছিল বিতর্ক। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ — এই ব্যানারে তিনি প্রচার চালান।


• তিনি বলেন, যাতে মেক্সিকো থেকে লোক বেআইনি ভাবে আমেরিকায় না আসতে পারে, তাই মেক্সিকোর সঙ্গে আমেরিকার সীমান্ত বরাবর একটি পাঁচিল তুলে দেবেন। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েও তিনি সেই কাজ করবেনই বলে জানিয়ে দেন।


• মুসলিমদের আমেরিকায় এসে বসবাস করায় নিষেধাজ্ঞা জারি করবেন বলেও জানান।


• ভোটের ঠিক আগে ২০০৫-এর একটি ভিডিও রেকর্ডিং সামনে আসে। যাতে দেখা যায় মহিলাদের সম্বন্ধে অশ্লীল মন্তব্য করছেন ট্রাম্প।


তথ্যসূত্রঃ এবেলা