রাতে মুখে যা মেখে ঘুমালে হবেন সুন্দর!

রূপচর্চা/বিউটি-টিপস January 18, 2017 1,022
রাতে মুখে যা মেখে ঘুমালে হবেন সুন্দর!

শীতকালে শীতল বাতাস ও ধুলাবালির কারণে ত্বক শুষ্ক, খসখসে ও মলিন হয়ে যায়। এতে আপনার ত্বকে ফেটে যাওয়া, চুলকানিসহ নানাবিধ সমস্যা দেখা দেয়।


যাদের অ্যাকজিমা, সেংরিয়াসিস, খুসকি ও ইজমায়োসিসজাতীয় সমস্যা আগে থেকেই ছিল তাদের এটি আরও বেড়ে যাওয়ার আশংকা থাকে।


তবে এ নিয়ে চিন্তার কিছু নেই! রাতে কিছু প্যাক মুখে মেখে ঘুমালেই আপনার সমস্যা কমে যাবে, আপনাকে দেখাবে আরও উজ্জ্বল।


আসুন তাহলে দেরি না করে ওই প্যাক তৈরির প্রস্তুত প্রণালী জেনে নিই :


আপেল ও ক্রিমের মুখের প্যাক : একটা আপেল খোসা ছাড়িয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। পরে আপেলটি ছোট ছোট করে কেটে, বেটে পেস্ট করে নিন। এরপর এতে আধা বাটি ক্রিম দিন।ভাল করে দুটোকে মিশিয়ে মুখে ও গলায় মাখুন। ১০-১৫ মিনিট প্যাকটা রেখে, হালকা উষ্ণ গরম পানিতে মুখটা ধুয়ে ফেলুন। এই প্যাকটি মেখে আপনি ঘুমাতেও পারেন।


রাতে এই আপেল ও ক্রিমের প্যাক ব্যবহারে মুখের ময়লা ও মৃত চামড়া পরিষ্কার হবে। এতে আপনার ত্বক নরম ও সুন্দর দেখাবে।


ওটমিল প্যাক : দুই চা চামচ ওটস নিন।এতে তেল দিয়ে একটা পেস্ট তৈরি করুন।এর মধ্যে এক চামচ মধু ও দুই-তিন চামচ লেবুর রস মেশান। তারপর মিশ্রণটি মুখে ও গলায় মাখুন। মিশ্রণটি শুকিয়ে গেলে আস্তে আস্তে ঘষে তুলে ফেলুন।


এই প্যাকটি মৃত চামড়া তুলে ফেলে এবং নতুন চামড়ার গঠনে সাহায্য করে।