এলজির নতুন স্মার্টওয়াচ বাজারে

গ্যাজেট রিভিউ January 18, 2017 1,100
এলজির নতুন স্মার্টওয়াচ বাজারে

নতুন স্মার্টওয়াচ আনছে জাপানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। শুরুতেই তৃতীয় প্রজন্মের দুইটি স্মার্টওয়াচ বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। এগুলোর মডেল ডাব্লিউ২৭০ এবং ডাব্লিউ২৮০। এই ডিভাইস দুইটি এফসিসি সনদপ্রাপ্ত।


উভয় ওয়াচের বেজেল গোলাকার। এর মধ্যে ডাব্লিউ২৮০ মডেলে ওয়ারলেস চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে এলটিই নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে। এগুলো স্টেইনলেস স্টিল ব্যান্ডে পাওয়া যাবে। ডিভাইস দুইটি পানি ও ধুলোবালি প্রতিরোধী। এগুলো অ্যানড্রয়েড ওয়ার অপারেটিং সিস্টেম চালিত।


ওয়াচগুলোর প্রসেসর হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগ ওয়ার চিপসেট। ফলে এগুলো ফোরজি এবং থ্রিজি নেটওয়ার্ক সমর্থন করে।


১৮ জানুয়ারি থেকে ওয়াচ দুইটি পাওয়া যাবে। এগুলোর মূল্য ২৮হাজার ৫০০ রুপি।


এর আগে স্যামসাং তাদের তৃতীয় প্রজন্মের স্মার্টওয়াচ গিয়ার এস ৩ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এই ওয়াচের কনফিগারেশন অনেক শক্তিশালী।


এলজির স্মার্টওয়াচ বাজারে আসলে স্যামসাং গিয়ার এস৩ এর সঙ্গে প্রতিযোগিতা করবে।


-ঢাকা টাইমস