খুশকি দূর করবে রিঠা

রূপচর্চা/বিউটি-টিপস January 14, 2017 1,264
খুশকি দূর করবে রিঠা

ভেষজ রিঠা চুল পড়া বন্ধ করার পাশাপাশি দূর করতে পারে খুশকি। শ্যাম্পুর বদলে ব্যবহার করতে পারেন রিঠা। এটি চুলে নিয়ে আসবে ঝলমলে ভাব।


• জেনে নিন চুলের যত্নে কীভাবে রিঠা ব্যবহার করবেন...


- প্রাকৃতিক শ্যাম্পু হিসেবে কাজ করে রিঠা। রিঠা বোতলের পানিতে সারারাত ভিজিয়ে রেখে পরদিন শ্যাম্পু হিসেবে ব্যবহার করুন। চুল পরিষ্কার হওয়ার পাশাপাশি ঝলমলে হবে।


- খুশকি দূর করতে পারে ভেষজ রিঠা।


- মেহেদির সঙ্গে রিঠা মিশিয়ে চুলে ব্যবহার করুন। এটি প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে।


- যাদের চুল অতিরিক্ত তৈলাক্ত তারা রিঠা শ্যাম্পু ব্যবহার করতে পারেন নিয়মিত।


- চুল উজ্জ্বল ও কালো করতে চাইলে মেহেদির সঙ্গে রিঠা মিশিয়ে প্রতি সপ্তাহে একদিন ব্যবহার করুন।


- রিঠাতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। এজন্য রিঠা পেস্ট বা রিঠা শ্যাম্পু নিয়মিত ব্যবহার করুন।