ব্রণ দূর করবে বেসন!

রূপচর্চা/বিউটি-টিপস January 10, 2017 1,263
ব্রণ দূর করবে বেসন!

ত্বকের যত্নে সেই আদিকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে বেসন। ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে পারে এটি। বেসনের ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে দূর হয় ব্রণ। এছাড়া ত্বকের রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে বেসন।


• জেনে নিন কেন ও কীভাবে ত্বকের যত্নে ব্যবহার করবেন বেসন....


- ১ চা চামচ বেসন, চন্দন গুঁড়া ও দুধ একসঙ্গে মেশান। এক চিমটি হলুদ ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। নিয়মিত ফেসপ্যাকটি ব্যবহার করুন ত্বকে। দূর হবে ব্রণ।


- রোদে পুড়ে যাওয়া ত্বকের যত্নেও বেসন তুলনাহীন। ২ চা চামচ বেসন, ১ চিমটি হলুদ গুঁড়া, কয়েক ফোঁটা লেমন অয়েল ও দই মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। রোদে পোড়া ত্বকে মিশ্রণটি লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এটি ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হবে।


- ত্বকের অতিরিক্ত তেল দূর করতে পারে বেসন। বেসনের সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে রাখুন। একদিন পর পর এই ফেসপ্যাক ব্যবহার করবেন। ত্বকের তৈলাক্ত ভাব কমে যাবে।