সাধারন জ্ঞানের আসর - ৪৪তম পর্ব

সাধারণ জ্ঞান January 9, 2017 1,480
সাধারন জ্ঞানের আসর - ৪৪তম পর্ব

➊ পৃথিবীর কোন রাষ্ট্র পূর্ণ সার্বভৌমত্বহীন?

-ফিলিস্তিন


➋ সেন্টমার্টিন দ্বীপের অন্য নাম?

-নারিকেল জিঞ্জিরা


➌ পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পরিচালক কে?

- গৌতম ঘোষ


➍ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর?

-ঢাকা


➎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট?

-জর্জ ওয়াশিংটন


➏ উপকারীর অপকার করেন যিনি___

-কৃতঘ্ন


➐ বাংলাদেশের মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব কার?

-বাংলাদেশ ব্যাংক


➑ ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে?

- অ্যালবুমিন


➒ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়?

-যশোর ও সিলেট


➓ শ্যাম দেশ কোন্ দেশের পূর্বনাম?

-থাইল্যান্ড


তথ্যসূত্রঃ ইন্টারনেট