

গানঃ যাচ্ছো হারিয়ে
শিল্পীঃ তাহসান
সংগীতঃ সাজিদ সরকার
যাচ্ছো হারিয়ে লিরিক্স - তাহসান
কেন বলো হয় না যেমন চাই
ফিরে যাওয়া নেয় না মেনে মন
তবু তুমি যাচ্ছো হারিয়ে
সরে যাচ্ছে আমার পৃথিবীটা এখন...
তাই কাঁদছি না আমি আর
হয়তো ভুলে হঠাৎ
আড়াল করছি না, কি দরকার
কেউ দেখছে না এ আঘাত। (ii)
আবার তোমার মায়ায় দিচ্ছি ডুব
তোমার সাথেই অভিমান করে তাই
ব্যবধান আঁকতে চাইছো যখন
তখন তোমায় বেশি পেয়ে যাই।
তাই ভাবছি না আমি আর
চমকে উঠি হঠাৎ
দেয়াল জুড়ে ছায়াটা কার
আবারও কি দেখছি তোমায়।
জানি দুচোখ বেয়ে তোমার
নরম নদীর বয়ে চলা
একলা ভীষণ একলা তুমি
তবু যায় না কিছু বলা।








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment