স্যামসাং আনল ফোকাস অ্যাপ!

এপস রিভিউ January 6, 2017 1,453
স্যামসাং আনল ফোকাস অ্যাপ!

গুগলের প্লেস্টোরে অনেক দরকারি অ্যাপ আছে যার মাধ্যমে অনেক কাজ একসঙ্গে করা যায়। স্যামসাং মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এ রকম একটি অ্যাপ আনল স্যামসাং।


অ্যাপটির নাম ফোকাস। প্লেস্টোরে ডাউনলোডের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে। ফোকাস অ্যাপটি ব্যবহারকারীর মেইল, ক্যালেন্ডার, কনটাক্ট একত্রে দেখাবে। অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলো বা এর পরের সংস্করণে অ্যাপটি সমর্থন করবে।


স্যামসাং ফোকাস অ্যাপটি মাল্টি-অ্যাকাউন্ট বা একাধিক অ্যাকাউন্ট সমর্থন করে। এক্সচেঞ্জ অ্যাকটিভ সিনক্রোনাইজেশন (ইএএস), আইএমএপি ও পপ৩ ব্যবহার করে মেইল, কনটাক্ট, টাস্ক, মেমো এক জায়গা থেকে ব্যবস্থাপনা করা যাবে। গুরুত্বপূর্ণ মিটিং, সাক্ষাৎ​ ও গুগল নাউয়ের মতো ফিড ও বার্তা দেখা যাবে এতে। এতে ট্যাব ব্যবহার করে সহজে মেইল ব্যবহার করা যাবে। এতে আছে বিশেষ সার্চ অপশন।


স্যামসাং কর্তৃপক্ষের দাবি, স্যামসাং ফোকাস কোনো ক্লাউড সার্ভার পরিচালনা করে না। এটি মূল মেইল সার্ভার সংযুক্ত করে।


তথ্যসূত্র: এনডিটিভি