পাটক্ষেত দেখায়া দেন

পাঁচমিশালী কৌতুক January 3, 2017 1,460
পাটক্ষেত দেখায়া দেন

জামাই গেছে শ্বশুর বাড়ি। অনেকদিন বাদে আসছে তাই শাশুড়ি ভালো ভালো রান্না করছে। পোলাও, মাংস, রুই মাছ, কোপ্তা, কালিয়া, দই, বেগুনভাজি এবং পাটশাক।


শাশুড়ি প্রথমে জামাইয়ের প্লেটে একগাদা পাটশাক তুলে দিল। জামাই তাড়াতাড়ি সেটুকু খেয়ে ফেলল। এ দেখে শাশুড়ি বলে উঠলেন-


শাশুড়ি : বাবা, তোমার বুঝি পাটশাকটা খুব ভালো লেগেছে, আরেকটু দেই?


বলতে বলতে আরেকগাদা পাটশাক জামাইয়ের প্লেটে তুলে দিলেন তিনি।


জামাই একটু মনক্ষুণ্ন হল। খাওয়ার এতো আইটেম; বড় বড় মাংসের টুকরা, মাছের পেটি তাকে হাতছানি দিয়ে ডাকছে। এখন তো শুধু পাটশাক খেয়েই পেট ভরে গেল। জামাই ওইটুকুও খেয়ে শেষ করতেই শাশুড়ি বললেন-


শাশুড়ি : বাবা, আরো একটু দেব?


জামাই তখন খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল-


জামাই : আম্মা, আপনার আর কষ্ট করে প্লেটে শাক তুলে দেয়া লাগবে না, পাটক্ষেতটা দেখায়া দেন, আমি গিয়া খেয়ে আসি।