ত্বক উজ্জ্বল করবে দুধ!

রূপচর্চা/বিউটি-টিপস January 3, 2017 1,150
ত্বক উজ্জ্বল করবে দুধ!

পুষ্টিকর দুধ শরীরের পাশাপাশি সুস্থ রাখতে পারে আপনার ত্বকও। দুধে তুলা ডুবিয়ে ত্বক মুছে নিলে দূর হয় ময়লা ও ব্ল্যাকহেডস। পাশাপাশি ব্রণ দূর করতেও সাহায্য করে এটি। নিয়মিত দুধের ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক হয় উজ্জ্বল ও দাগহীন।


• জেনে নিন দুধ রূপচর্চায় কীভাবে ব্যবহার করবেন...


ক্লিনজার হিসেবে

ত্বকের ময়লা দূর করতে পারে দুধ। তুলার টুকরা দুধে ডুবিয়ে চক্রাকারে ঘষে ঘষে পরিষ্কার করুন ত্বক। ৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।


শুষ্ক ত্বকের যত্নে

পাকা কলা চটকে দুধ মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। আধা ঘণ্টা ত্বকে লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।


স্ক্রাব হিসেবে

দুধ ও মধুর মিশ্রণ ত্বকে ম্যাসাজ করুন কিছুক্ষণ। ১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিকভাবে ত্বকের মরা চামড়া দূর করবে।


রোদে পোড়া দাগ দূর করতে

দুধ ও গ্রিন টি সমপরিমাণে মিশিয়ে নিন। দ্রবণে সুতির পাতলা কাপড় ডুবিয়ে ত্বক মুছে নিন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার গোসলের আগে এটি ব্যবহার করলে দূর হবে ত্বকের রোদে পোড়া কালচে দাগ।