‘নতুন বছরেই চালু হবে ফোরজি সেবা’

BTRC News January 2, 2017 2,266
‘নতুন বছরেই চালু হবে ফোরজি সেবা’

টেলিযোগাযোগ খাতে উন্নত সেবা নিশ্চিত করা নতুন বছরের চ্যালেঞ্জ জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘নতুন বছরেই টেলিযোগাযোগ খাতে চালু হবে ফোরজি সেবা।’


তারানা হালিম জানান, ‘ফোরজি চালু করা নতুন বছরে অন্যতম প্রধান লক্ষ্য। সময়োপযোগী করে নতুন জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা চূড়ান্ত হওয়ার পথে। এটা চূড়ান্ত হলেই যত দ্রুত সম্ভব ফোরজি সেবা চালু করা হবে।’


টেলিযোগাযোগ খাতে মানসম্পন্ন গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্য জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ফোরজি চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রয়েছে।


এছাড়াও সারাদেশে উন্নত ট্রান্সমিশন নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ চলছে বলে জানান তিনি।


‘সরকারের লক্ষ্য, দেশের সব পর্যায়ের মানুষকে উন্নত ডিজিটাল সেবা প্রদান।’