‘আসসালামু আলাইকুম’ নাকি ‘সালামু আলাইকুম’?

ইসলামিক শিক্ষা January 1, 2017 1,831
‘আসসালামু আলাইকুম’ নাকি ‘সালামু আলাইকুম’?

প্রশ্ন : আমাদের দেশে সাধারণত আমরা ‘আসসালামু আলাইকুম’ বলে সম্বোধন করি। কিন্তু কোরআন শরিফে বেশ কয়েকটি সূরায় এসেছে ‘সালামু আলাইকুম’। তো, আমরা কোনটা সম্বোধন করব?


উত্তর : ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ’ বলবেন। ‘আসসালামু আলাইকুম’ হচ্ছে আমাদের তাহইয়া। কোরআনে কারিমের মধ্যে ‘সালামু আলাইকুম’ খবর হিসেবে দেওয়া হয়েছে। আসলে ব্যাপার হচ্ছে, আরবি ভাষার জ্ঞান না থাকার কারণে আমরা দুটি বিষয়কে এক করে ফেলেছি।


আসসালামু আলাইকুম হচ্ছে আমাদের তাহইয়া, যেটা রাসূল (সা.) আমাদের শিক্ষা দিয়েছেন। এটাই হচ্ছে মূলত আমাদের অভিবাদন। এটাই হচ্ছে সালাম।