সঙ্গীর সঙ্গে অন্যরকম হোক বছরের শেষ দিনটি

লাইফ স্টাইল December 28, 2016 960
সঙ্গীর সঙ্গে অন্যরকম হোক বছরের শেষ দিনটি

ইতোমধ্যেই চলে গেছে 'বড়দিন'। আর বর্ষবরণের কাউন্টডাউন শুরু হতে বাকি মাত্র চার দিন। তাই বলে কাজকর্ম তো থেমে নেই। তাই হাড়ভাঙা খাটুনির পর সপ্তাহের শেষে বর্ষবরণ নিয়ে হই হুল্লোড় করতে মন চায়না। ‌ তার চেয়ে সপ্তাহ শেষের এই দিনগুলিতে সঙ্গীকে নিয়ে আনন্দে কাটান।


১। ‌শুক্রবার একটু তাড়াতাড়ি অফিসে থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন। দু’‌জনে মিলে পছন্দের রেস্তোরাঁয় নৈশভোজ সারুন। ক্লাবে গিয়েও অনেক রাত পর্যন্ত সময় কাটাতে পারেন।


২। শনিবার বেলা করে ঘুম থেকে উঠে একসঙ্গে প্রাতরাশ সারুন। বাড়িতে বসেই দুপুরের মেনু ঠিক করুন। নিজে হাতে রান্না করুন। টুকটাক সাহায্য করবেন সঙ্গীও।


৩। খাওয়া দাওয়ার পর একসঙ্গে টিভি দেখতে বসুন। পুরনো ক্লাসিকও চলতে পারে, আবার হালের নতুন কোন বলিউড ছবি।


৪। সন্ধেয় বারান্দা বা বাড়ির ড্রয়িংরুমে বসে চুটিয়ে আড্ডা দিন। কফির কাপে চুমুক দিন। সঙ্গে থাকুক মুখরোচক স্ন্যাক্স।


৫। নৈশভোজের জন্য বাইরে যান। পেটভরে খাবেন না। বরং কিছু খাবার বাড়ি নিয়ে আসুন। বেশি রাত পর্যন্ত ছবি দেখতে দেখতে খান। তারমধ্যেই একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানান।