সাধারন জ্ঞানের আসর - ৩৮তম পর্ব

সাধারণ জ্ঞান December 28, 2016 1,566
সাধারন জ্ঞানের আসর - ৩৮তম পর্ব

★ পারমাণবিক বোমার জনক

==> রবার্ট ওপেন হেইমার।


★ শ্বেতহস্তীর দেশ

==> থাইল্যান্ড।


★ শ্বেতভল্লূকের দেশ

==> রাশিয়া।


★ সূর্যোদয়ের দেশ

==> জাপান।


★ সমুদ্রের বধূ

==> গ্রেট ব্রিটেন।


★ সাদা রাশিয়া

==> বেলারুশ।


★ বিশ্বের বৃহত্তম ক্রীড়াআসর

==> অলিম্পিক গেমস।


★ যে মাছ উড়তে পারে

==> উড়ুক্কু মাছ।


★ যে পাখি বরফে বাস করে

==> পেঙ্গুইন।


★ ভুটানের জাতীয় পাখি

==> কাক।


★ যে গাছ সবচেয়ে বেশিদিন বাঁচে

==> ব্রিস্টলকোন পাইন (প্রায় ছয় হাজার বছর)


★ যে গাছ সবচেয়ে বেশি ফল দেয়

==> আখরোট।


★ যে প্রাণী একচোখ খোলা রেখে ঘুমায়

==> ডলফিন।


★ যে মাছ শরীরে বিদ্যুৎ উৎপাদন করতে পারে

==> বৈদ্যুতিক বাইম (ইলেকট্রিক ঈল)


★ যে প্রাণী চোখ-কান দিয়ে শ্বাস প্রশ্বাস চালায়

==> হরিণ।