আই লাইফের টু ইন ওয়ান ল্যাপটপ

কম্পিউটার রিভিউ December 23, 2016 897
আই লাইফের টু ইন ওয়ান ল্যাপটপ

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আই লাইফ দেশের বাজারে নিয়ে এসেছে নতুন একটি ল্যাপটপ। মডেল জেডবুক থ্রিজি।


জেডবুক থ্রিজি ল্যাপটপটিতে আছে ১০.১ ইঞ্চির ফুল টাচ আইপিএস ডিসপ্লে। এটি টু ইন ওয়ান ডিভাইস। ল্যাপটপের পাশাপাশি এটি ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে। এর কিবোর্ডটি ডিসপ্লে থেকে খুলে ফেললেই এটি একটি ট্যাবলেটে পরিণত হয়।


এতে রয়েছে দুইটি অপারেটিং সিস্টেম। এগুলো হলো জেনুইন উইন্ডোজ ১০ এবং অ্যান্ড্রয়েড ৫.১। যেকোন একটি ব্যবহার করা যায়।


সিম স্লট রয়েছে। এর সাহায্যে থ্রিজি কল করাও সম্ভব।


এতে ব্যবহৃত হয়েছে ইন্টেল কোয়াক কোর প্রসেসর। সঙ্গে থাকছে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারন্যাল মেমোরি। এতে আরও আছে ৬৪ জিবি মাইক্রোএসডি কার্ড।


ল্যাপটপটিতে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। মাইক্রোসফট অফিস ৩৬৫ সহ এতে এক টেরাবাইট ক্লাউড স্টোরেজ ফ্রি পাওয়া যাবে।


এক বছরের ওয়ারেন্টি সহ ল্যাপটপটির মূল্য ২২ হাজার ৫০০ টাকা। কালো এবং সিলভার এই দুই রঙে পাওয়া যাচ্ছে।